বগুড়ায় যুব ও ছাত্রনেতা শামীম, টুটুল ও সাজুর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
প্রেস বিজ্ঞপ্তি
বগুড়ায় মরহুম যুব ও ছাত্রনেতা শামীম, টুটুল ও সাজুর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে বগুড়া জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি সামসুর রহমান শামীম, সাবেক ছাত্রনেতা টুটুল ও এসকে সাজু রুহের মাগফেরাত কামনা করা হয়। শুক্রবার শহরের মালতীনগর এলাহী জামে মসজিদে বাদ এশা নামাজ শেষে দোয়া মাহফিলের আয়োজন করে মরহুমের বন্ধুরা।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম ও কেএম খায়রুল বাশার, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, এনামুল হক নতুন, ক্রীড়া সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, জেলা বিএনপির সদস্য এনামুল কাদির এনাম, জেলা যুবদলের সাবেক সভাপতি ও ১১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ার, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির গেদা, জেলা বিএনপির গণশিক্ষা সম্পাদক মিজানুর রহমান রাজা, শিশু বিষয়ক সম্পাদক শামীম রেজা শামীম, বিশিষ্ট ব্যবসায়ী জাহেদুল করিম রিপু, বিএনপি নেতা আব্দুর রউফ, পিটু, শফিকুল ইসলাম শফিক, লিটন, আশরাফুজ্জামান প্রবাল, স্বাধীন, দেলোয়ার হোসেন, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, শহর যুবদলের সাবেক সভাপতি মাসুদ রানা।
দোয়া পরিচালনা করেন এলাহী মসজিদের ইমাম মাওলানা আব্দুল মতিন।
দোয়া মাহফিল শেষে জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মরহুম শামীমের পরিবারের সাথে সাক্ষাৎ করেন ও আর্থিক সহায়তা প্রদান করেন সাবেক এমপি মো: হেলালুজ্জামান তালুকদার লালু।