বগুড়ায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ জুলাই ২০২৫ ১৭:১৩ ।
বগুড়ার খবর
বগুড়ায় ইব্রাহিম সরদার (৬০) ও মোঃ আব্দুল গফুর @ সাজু (৬২) নামের দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে। শুক্রবার রাতে শাজাহানপুর উপজেলার গোহাইল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ইব্রাহিম সরদার গোহাইল ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য এবং মোঃ আব্দুল গফুর গোহাইল ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক। তাদের বিরুদ্ধে অস্ত্র আইন, মাদক নিয়ন্ত্রণ ও বিভিন্ন মারামারি ও ছিনতাই মামলায় অভিযোগ রয়েছে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন