বগুড়ায় নাশকতা মামলায় মাদ্রাসা সুপার গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ জুলাই ২০২৫ ১৯:১৮ ।
বগুড়ার খবর
গত শুক্রবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের কাশিয়াবালা গ্রাম থেকে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় মো. আতাউর রহমান (৫৩) নামের এক মাদ্রাসা সুপারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আতাউর রহমান কাশিয়াবালা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে এবং মির্জাপুর দক্ষিণপাড়া দাখিল মাদ্রাসার সুপার হিসেবে কর্মরত।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনউদ্দিন জানিয়েছেন, গত ২ নভেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি বিক্ষোভ মিছিলে হামলা, নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলার তিনি একজন এজাহারভুক্ত আসামি। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
আরও পড়ুন