নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী নন্দীগ্রাম উপজেলা শাখার উদ্যোগে মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ৯টায় উপজেলা জামায়াত কার্যালয়ে এ রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমির আব্দুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি গোলাম রাব্বানীর সঞ্চালনায় এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের আমির আব্দুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু।
এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কেয়ারটেকার আব্দুল হালিম, উপজেলা জামায়াতের সাবেক আমির আনোয়ারুল হক, উপজেলা জামায়াতের বাইতুল মাল সেক্রেটারি আব্দুল মালেক, কর্মপরিষদের সদস্য আবু আইয়ুব সাঈদী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সাবেক আমির নুরুল ইসলাম মন্ডল, উপজেলা জামায়াত নেতা রুহুল আমিন যুক্তিবাদী, পৌর জামায়াতের সভাপতি জাহিদুল ইসলাম, সেক্রেটারি আব্দুল আলিম, অর্থ সম্পাদক আব্দুস সাত্তার, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বোরহান উদ্দিন ও পৌর যুব জামায়াতের সভাপতি রাকিবুল হাসান প্রমুখ।