বগুড়ায় বাস চাপায় দুই ভাই নিহত

নন্দীগ্রাম( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫ ১৯:৩৪ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ৩৩৮ বার।

বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে বাস চাপায় দুই ভাই নিহত হয়েছে। নিহতরা হলেন উপজেলার শহরকুড়ি (টিটিগাড়ি) গ্রামের আলহাজ্ব আব্দুল জলিলের ছেলে ইসমাইল হোসেন (৬০) ও ইদ্রিস আলী (৫৫)।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে  ইসমাইল হোসেন ও ইদ্রিস আলী নন্দীগ্রাম থেকে মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে বগুড়া-নাটোর মহাসড়কের শহরকুড়ি এলাকায় পৌঁছিলে একই দিক থেকে আসা দ্রুতগামী একটি বিআরটিসি যাত্রীবাহী বাস মোটরসাইকেলের পিছনে ধাক্কা দেয়। এতে ওই দুইভাই ঘটনাস্থলেই নিহত হন। পরে বাসটি দ্রুত গতিতে চলে যায়।

 

এ বিষয় কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল চন্দ্র মহন্ত বলেন, নিহত দুই ভাইয়ের মরদেহ পরিবারের কাছে দেওয়া হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।