বগুড়ায় পরিবহন শ্রমিকের আত্মহত্যা

ধুনট( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫ ১৬:৫৩ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৯৩ বার।

মৃগী রোগের যন্ত্রনা সইতে না পেরে বগুড়ার ধুনট পৌর এলাকায় লালন মিয়া (৩০) নামে এক পরিবহন শ্রমিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত লালন মিয়া পৌর এলাকার সদরপাড়া গ্রামের মতিউর রহমান মতির ছেলে।

 

থানা সূত্রে জানা যায়, পরিবহন শ্রমিক লালন মিয়া দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিল। হতদরিদ্র পরিবারের পক্ষ থেকে অনেক চিকিৎসা করেও তাকে সুস্থ করা সম্ভব হয়নি। রোগ যন্ত্র সইতে না পেরে মাঝে মাঝেই সে বিভিন্নভাবে আত্মহত্যার কথা বলেছে। অবশেষ সোমবার রাতের কোন এক সময় লালন বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববতি চরধুনট এলাকায় যায়। সেখানে বাগানের ভেতর একটি গাছের ডালে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে লালন। মঙ্গলবার সকালে স্থানীয়া গাছের ডালে লালনের মৃতদেহ ঝুঁলতে দেখে থানায় সংবাদ দেয়।

 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে লালনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হয়ে ময়না তদন্ত ছাড়াই লালনের মৃতদেহ দাফনের অনুমোতি দেওয়া হয়েছে।