বগুড়ায় ভোর থেকে মুষলধারে বৃষ্টিতে জনদুর্ভোগ, বজ্রপাতে নিহত ১

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫ ১৬:৩৯ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ৫১ বার।

বগুড়ায় আজ ভোর থেকে মুষলধারে বৃষ্টিতে জনজীবনে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৮২.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন সড়কে পানি জমে যান চলাচলে বিঘ্ন ঘটছে, দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, চাকরিজীবী ও নিম্ন আয়ের মানুষ।

 

সরেজমিনে দেখা গেছে, শহরের সাতমাথা, বড়গোলা, টিনপট্টি, বাদুরতলা, নামাজগড় ও গোয়ালগাড়ীসহ বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে রয়েছে। বড়গোলা এলাকার বাসিন্দা আলম হোসেন ও আনোয়ার হোসেন জানান, সামান্য বৃষ্টিতেই এলাকায় পানি জমে যায়। ড্রেনেজ ব্যবস্থা নাজুক থাকায় গলিতে পানি ঢুকে অনেক বাড়িঘরের ভেতরেও ঢুকে পড়েছে।

 

স্কুলে যাওয়ার পথে শিক্ষার্থী ও অভিভাবকদের দুর্ভোগ চরমে পৌঁছায়। অনেকেই রিকশা না পেয়ে হাঁটতে বাধ্য হন। রবিউল ইসলাম নামে এক অভিভাবক বলেন, "বৃষ্টি হলেই রিকশা পাওয়া যায় না। আবার যেটুকু পাওয়া যায়, সেটার ভাড়া দ্বিগুণ। তাই বাধ্য হয়েই হাঁটতে হচ্ছে।"

 

আবহাওয়া অধিদপ্তর বগুড়ার উচ্চ পর্যবেক্ষক সৈয়দ গোলাম কবীর জানান, নিম্নচাপের প্রভাবে আজ সারাদিন বৃষ্টি হতে পারে এবং আগামী দুই দিনও এমন আবহাওয়া বিরাজ করতে পারে।

 

এদিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাতেও প্রাণহানির ঘটনা ঘটেছে। সকালে বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদ্রাসা এলাকায় বজ্রপাতে মো. আমিনুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হন। তিনি ওই এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম পলাশ।