জামায়াতের ঢাকার সমাবেশে অংশ নিচ্ছেন বগুড়ার ২০ হাজার নেতাকর্মি

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫ ১৮:৪১ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৩৯ বার।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকে আগামীকাল শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ অনুষ্ঠিত হবে। সারাদেশের নেতাকর্মিরা এই সমাবেশে যোগদান করবেন এমনটাই জানিয়েছেন জামায়াতের নেতৃবৃন্দ। এই সমাবেশ উপলক্ষ্যে সারাদেশের ন্যায় বগুড়াতেও জামায়াত-শিবিরের নেতাকর্মিদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। নেতৃবৃন্দ জানিয়েছেন- বগুড়ার প্রায় ২০ হাজার নেতাকর্মি ঢাকার সমাবেশে যোগ দিচ্ছেন। নেতাকর্মিদের যাতায়াতের জন্য এরই মধ্যে ঢাকা রুটে চলাচলকারী ২৮১টি চেয়ার কোচ রিজার্ভ করা হয়েছে। আজ রাতেই সেগুলো রাজধানীর উদ্যেশ্যে যাত্রা করবে। এছাড়া ৩০টিরও বেশি হাইয়েচ মাইক্রোবাস এবং প্রাইভেট কারে চড়ে অনেক নেতাকর্মি সমাবেশে যোগ দিচ্ছেন। এমনকি পাবলিক বাসেও অনেকে ঢাকার পথে যাত্রা করেছেন বলে জানাগেছে।

জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার সহকারি সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম রাজু জানান, বগুড়া জেলা জামায়াতের পক্ষ থেকে ১৮০টি চেয়ার কোচ ভাড়া করা হয়েছে। প্রতিটি বাসে ৫০জন করে নেতাকর্মি থাকবেন। বেশ কয়েকটি হাইয়েচ মাইক্রোবাসও ভাড়া করা হয়েছে। এর বাইরেও অনেক নেতাকর্মি ঢাকার সমাবেশে যোগ দিচ্ছেন। বগুড়া শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল জানান, ঢাকার সমাবেশ থেকে আমীরে জামায়াত দেশবাসীর উদ্দেশ্যে আগামীর বাংলাদেশ গঠনের গুরুত্বপূর্ন দিক নির্দেশনা দিবেন। এজন্য জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মিরা সারাদেশ থেকে এই সমাবেশে যোগ দিচ্ছেন। বগুড়া শহর শাখার পক্ষ থেকে ১০১টি চেয়ার কোচ রিজার্ভ করা হয়েছে। হাইয়েচ মাইক্রোবাস ভাড়া করা হয়েছে ১৫টি। এর বাইরেও ব্যক্তিগত উদ্যোগে অনেকেই ঢাকার পথে যাত্রা করেছেন। নেতাকর্মিদের নিজেদের টাকায় এসব গাড়ী ভাড়া করা হয়েছে বলেও জানান তিনি।

ইতোমধ্যেই সমাবেশে যোগ দিতে জামায়াত-শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মি রাজধানীতে পৌঁছেছেন। অনেকেই সোহরাওয়র্দী উদ্যানে সমাবেশস্থলে গিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করছেন। আগামীকালের সমাবেশ জামায়াতে ইসলামীর আগামী দিনের রাজনীতির জন্য টার্নিং পয়েন্ট হতে পারে এমনটাই মনে করছেন নেতাকর্মিরা।