বগুড়ায় স্কুলছাত্রী নিখোঁজের ১০ দিন, অপহরণের অভিযোগে গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫ ১৮:২৬ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৮২ বার।

বগুড়ায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার ১০ দিন পার হলেও তার সন্ধান মেলেনি। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে ছাত্রীটি অপহরণের শিকার হয়েছে বলে জানিয়েছে তারা।

 

পুলিশ ও পরিবারের ভাষ্যমতে, গত ১৪ জুলাই দুপুর দেড়টার দিকে বগুড়া শহরের এডওয়ার্ড পৌর পার্ক থেকে নিখোঁজ হয় ছাত্রীটি। পরদিন স্বজনেরা আবার পার্কে গিয়ে খোঁজ করলে এক নারী, আছমা আক্তার, জানান—তিনি মেয়েটিকে নিয়ে গিয়েছিলেন মমইন ইকোপার্কে। এরপর তার আর কোনো খোঁজ পাননি বলে দাবি করেন তিনি।

 

সম্প্রতি পার্কে ঘুরতে গিয়ে আছমার সঙ্গে পরিচয় হয়েছিল মেয়েটির। সেই সূত্রে আছমা তার বাড়িতেও গিয়েছিলেন। ১৪ জুলাই তিনি ছাত্রীটিকে ইকোপার্কে নিয়ে যান এবং সেখানেই কৌশলে কয়েকজন যুবকের হাতে তুলে দেন বলে অভিযোগ।

 

ঘটনার পরদিন স্বজনেরা আছমার কথামতো ইকোপার্কেও খোঁজ নেয়। কিন্তু সন্ধান না পেয়ে মেয়েটির বাবা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

 

অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে পুলিশ প্রথমে তিন যুবককে গ্রেফতার করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী আছমা আক্তারকেও গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার চারজন হলেন—সদরের হাজরাদিঘী এলাকার পিয়াস (২৫), শরিফুল ইসলাম (২০), সরণ হোসেন (২৮) এবং ইসলামপুর হরিগাড়ী এলাকার আছমা আক্তার (১৯)।

 

সদর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, “আছমা আক্তারের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা সবাই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।”

 

নিখোঁজ ছাত্রীর বড় ভাই বলেন, “আমরা নিজেরাও খোঁজে নেমেছি। এখনো দুজন পলাতক রয়েছে। তাদের ধরলেই হয়তো বোনের সন্ধান মিলবে। তবে প্রতিদিন আশঙ্কা বাড়ছে, সে এখন কেমন আছে।”

 

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তফা মঞ্জুর বলেন, “আমরা চেষ্টা থামাইনি। ইতোমধ্যে চারজনকে গ্রেফতার করেছি। মেয়েটিকে দ্রুত উদ্ধার করা হবে।”