বগুড়ায় আওয়ামী লীগের ড্যামি চেয়ারম্যান প্রার্থী বাকী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
বগুড়ার নন্দীগ্রামে বিএনপির বর্জন করা নির্বাচনে আওয়ামী লীগের ড্যামি চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহেল বাকী-কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চারটি সিআর মামলার সাজাপ্রাপ্ত আসামি। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন।
শুক্রবার রাতে বগুড়ার ফুলদীঘি এলাকায় নন্দীগ্রাম থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ওইদিনই আসামিকে আদালতে সোপর্দ করা হয়। আব্দুল্লাহেল বাকী (৪৫) উপজেলার মুরারী-দীঘি এলাকার আবু তাহের আকন্দের ছেলে। ২০২১ সালের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত আওয়ামী লীগ ঘরনার ইউপি নির্বাচনে ৩নং ভাটরা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ছিলেন আব্দুল্লাহেল বাকী। বিএনপির বর্জন করা নির্বাচনে সতন্ত্র নামে এই ড্যামি প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে ভোটযুদ্ধ করেছেন।
নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক নাজমুল হক জানান, তার বিরুদ্ধে সিআর মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ছিল। তিনি গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়াচ্ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালানো হয়।