বগুড়ায় 'শ্রাবণের গগনের গায়' অনুষ্ঠানে বর্ষার গান, নৃত্য ও আবৃত্তি
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫ ২২:১৫ ।
বগুড়ার খবর
বগুড়ায় বর্ষা বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান 'শ্রাবণের গগনের গায়' অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করেছে আমরা ক’জন শিল্পীগোষ্ঠী ও ঋদ্ধ সৃজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লায়ন আব্দুল মোবিন জিন্নাহ।
শুরুতেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা। আবৃত্তি করেন লায়ন আব্দুল মোবিন জিন্নাহ। নৃত্য পরিকল্পনা ও পরিচালনা করেন মাহাবুব হাসান সোহাগ। অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ও নজরুলের বর্ষার গান ও কবিতার সঙ্গে একক ও দলীয় নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন আমরা ক’জন শিল্পীগোষ্ঠী ও ঋদ্ধ সৃজন-এর শিল্পীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— জাতীয় সঞ্চয় অধিদপ্তর, বগুড়ার পরিচালক কৃষ্ণ কুমার শীল,
সরকারি আজিজুল হক কলেজ এর সহকারী অধ্যাপক সাধন কুমার দেবনাথ, তসলিম উদ্দিন তরফদার ডিগ্রি কলেজ-এর সহকারী অধ্যাপক নিহার রঞ্জন দেবনাথ।
এছাড়াও সংগঠনের সফস্য অদিতি সিনহা, সুমনা ইয়াসমিন সোমা প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত তিনজন কৃতী শিল্পী—
নৃত্যশিল্পী অঙ্কিতা রায়, নওশীন ছাইয়ারা নুহা ও
আবৃত্তিশিল্পী সঞ্চিতা রায়-কে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন তাসনিম ত্রয়ী ও মাহাবুব হাসান সোহাগ।
আরও পড়ুন