দৈনিক করতোয়া’র জন্মদিনে জামায়াতের ফুলেল শুভেচ্ছা
প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক করতোয়া’র ৫০তম বছরে পদার্পণ উপলক্ষে মঙ্গলবার রাতে বগুড়া করতোয়া অফিসে সম্পাদক মোজাস্মেল হক লালু কে ফুলেল শুভেচ্ছা জানান বগুড়া শহর জামায়াত নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস সালাম তুহিন, সমাজ সেবা সম্পাদক মাওলানা আব্দুল হামিদ বেগ, আইন সম্পাদক এ্যাডভোকেট শাহীন মিয়া, দাওয়াহ ও শিক্ষা সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলাম, প্রচার ও মিডিয়া সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন প্রমুখ।
এ সময় শহর আমির বলেন শুরু থেকে দৈনিক করতোয়া দেশ ও জনগনের কথা বলেছে। এ পত্রিকা ন্যায় সত্য ও ইনসাফের প্রতীক হয়ে থাকবে। সমাজকে বিনির্মানের জন্য হাতিয়ার হয়ে কাজ করবে। করতোয়া আর থামবে না, সামনে এগিয়ে যাবে। ইনশাআল্লাহ। তিনি করতোয়ার সফলতা কামনা করেন।