বগুড়ায় পেটের ভেতর থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৩ অগাস্ট ২০২৫ ২১:৪৬ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৫১ বার।

বগুড়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে পেটের ভেতর থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। এ ঘটনায় মো. সোহান (২৮) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। তার পেটে আরও ২৫০ পিস ইয়াবা আছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার দুপুরে শাজাহানপুরের বনানী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ।  রাতে ডিবির ওসি ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, সোহান গাবতলীর বাইগুনি গ্রামের আশরাফ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা গিলে এনে বগুড়াসহ বিভিন্ন এলাকায় বিক্রি করছিলেন।

গোপন খবরের ভিত্তিতে দুপুর সাড়ে ১২টার দিকে বনানী বাসস্ট্যান্ড এলাকায় তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সোহান স্বীকার করেন, তিনি আটটি পুটলিতে ৫০ পিস করে মোট ৪০০ পিস ইয়াবা গিলে এনেছেন।

পরে মোহাম্মদ আলী হাসপাতালে এক্সরে করে পেটে ইয়াবার অস্তিত্ব পাওয়া যায়। চিকিৎসকের সহায়তায় তিনটি পুটলি বের করে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি ইকবাল বাহার জানান, বাকি ইয়াবা উদ্ধারের চেষ্টা চলছে।