যুব বিশ্বকাপ আর্চারী খেলতে কানাডা যাচ্ছেন বগুড়ার সাংবাদিক কোয়েলের পুত্র ফুয়াদ

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ১৩ অগাস্ট ২০২৫ ১৮:৪৭ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

আগামী ১৭ থেকে ২৭ আগষ্ট কানাডার উইনিপেগে অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপ আর্চারী খেলতে যাচ্ছেন বাংলাদেশের উদীয়মান আরচার বগুড়ার ইমতিয়াজ আমীন ফাতেমী ফুয়াদ। লাল সবুজ জার্সিধারী ফুয়াদ বগুড়া থেকে প্রকাশিত দৈনিক সকলের খবর পত্রিকার বার্তা সম্পাদক আমিনুর রহমান কোয়েলের ছোট ছেলে। সে বিকেএসপির ৮ম শ্রেণীতে অধ্যায়নত ক্যাডেট। প্রতিভাবান তীরন্দাজ ফুয়াদ ২০২৫ সালে ৭ম জাতীয় জুনিয়র আর্চারী চ্যাম্পিয়ানশীপে এককভাবে ব্রোঞ্জ, ২০২৪ সালে নাটোরে তারুন্যের উৎসবে এককভাবে সিলভার, ২০২৩ সালে ৫ম জাতীয় জুনিয়র চ্যাম্পিয়নশীপে টিম ব্রোঞ্জ ও ২০২৪ সালে ওপেন র‌্যাংকিংয়ে এককভাবে স্বর্র্ণ পদক লাভ করেছে। যুব বিশ্বকাপের ১৯তম এই আসরে লাল সবুজের অন্যান্য সদস্যরা হলেন- অলিম্পীয়ান সাগর ইসলাম, এশিয়ান কাপ ষ্টেজ-২ তে স্বর্ণ পদক জয়ী আব্দুর রহমান আলিফ, রাকিব মিয়া, সীমা আক্তার শিমু, কুলছুম আক্তার মনি, হিমেল ছারোয়ার, নাহিদ হাসান ও সোনালী রায়। বাংলাদেশ দল আর্চারীর জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক ও বিকেএসপির হেড কোচ নুরে আলমের তত্বাবধানে গত ২ মাস যাবৎ কঠোর অনুশীলন করেছে। বাংলাদেশের পক্ষে অনুর্ধ-২১ বিভাগে ৫ জন ও অনুর্ধ-১৮ বিভাগে ৪ জন আর্চার অংশ গ্রহণ করবে বলে বাংলাদেশ আর্চারী ফেডারেশন সূত্রে জানা গেছে।