গাক'র আয়োজনে রেইজ প্রকল্পের জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৪ অগাস্ট ২০২৫ ১৮:৫১ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৪৪ বার।

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং গ্রাম উন্নয়ন কর্ম (গাক) বাস্তবায়নাধীন রেইজ প্রকল্পের শিক্ষানবিশ কার্যক্রমের আওতায় ৫ দিনব্যাপী "জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ" সংস্থার প্রধান কার্যালয়স্থ, গাক টাওয়ার, বনানী, বগুড়ায় সম্পন্ন হয়েছে।

 

স্বল্প আয়ের পরিবারভূক্ত বেকার তরুণ-তরুণীদের ৬ মাস মেয়াদী বিভিন্ন ট্রেডভিত্তিক যেমন- মোটরসাইকেল সার্ভিসিং, গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া, ডিজিটাল মার্কেটিং, কার্পেন্ট্রি, ফ্রিজ এসি মেরামত, ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন, ড্রেস মেকিং এন্ড টেইলারিং, বিউটিফিকেশন, মোবাইল ফোন সার্ভিসিং সহ ১৩টি ট্রেডে অন্তর্ভুক্ত করে ওস্তাদ-শিষ্য পদ্ধতিতে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। 

এরই ধারাবাহিকতায় প্রশিক্ষণার্থীদের করিগরি জ্ঞানের পাশাপাশি জীবন মান উন্নয়নে ১০ আগস্ট হতে ১৪ আগস্ট-২০২৫ পর্যন্ত ৫ দিনব্যাপী "জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ" আয়োজন করা হয়।

 

১৪ আগস্ট (বৃহস্পতিবার) প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাক'র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে প্রশিক্ষণার্থীদের চাকুরী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে উঠে নিজেদের স্বকর্মসংস্থানের মধ্যদিয়ে সমাজের বেকার সমস্যা দূরীকরণে নিজেদের অবদান রাখার পরামর্শ দেন। নিজেকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করে জনশক্তিকে জনসম্পদে পরিনত করার আহবান জানান। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাক'র সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম। তিনি প্রশিক্ষণ লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে নিজেকে সমাজের গ্রহণযোগ্য ব্যক্তি ও সমাজে নিজের সম্মানজনক অবস্থান তৈরির বিষয়ে প্রশিক্ষণার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। 

৫দিনব্যাপী  প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীগণ জীবন দক্ষতা, নেতৃত্ব, যোগাযোগ, সম্পর্ক উন্নয়ন, দলগত কাজ, দ্বন্দ্ব, সমঝোতা, সিদ্ধান্ত, জটিল ও সৃজনশীল চিন্তা, আবেগীয় বুদ্ধিমত্তা, মানসিক চাপ, জেন্ডার সমতা, পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে সম্যক ধারণা লাভ করে। 

 

প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন সেশন পরিচালনা করেন গাক প্রশিক্ষণ বিভাগের সমন্বয়কারী মোঃ কবির উদ্দিন, প্রশিক্ষক মোঃ আব্দুল আলিম, গাক রেইজ প্রকল্পের সমন্বয়কারী মোঃ হাফিজুর রহমান, লাইফ স্কিলস অফিসার মোঃ সম্রাট আলী, কেস ম্যানেজমেন্ট অফিসার এস.এম মামুনুর রশিদ, একাউন্টস অফিসার মোঃ মুশফিকুর রহমান প্রমুখ।

 

উল্লেখ্য ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সংস্থার প্রধান কার্যালয়স্থ আলাদা আলাদা ২টি ভেন্যুতে আয়োজন করা হয় এবং প্রতিব্যাচে ৩০ জন করে ২টি ব্যাচে মোট ৬০ জন শিক্ষানবিশ "জীবন দক্ষতা উন্নয়ন" প্রশিক্ষণে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।