ইমাম-মুয়াজ্জিনদের মর্যাদা রক্ষায় বগুড়ার শিবগঞ্জে বিএনপির ব্যতিক্রমী আয়োজন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩০ অগাস্ট ২০২৫ ১৫:০৩ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৫ বার।

ইসলামের দাওয়াতের আলোকবর্তিকা ইমাম-খতিব ও মুয়াজ্জিনদের সম্মান জানাতে বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ওলামা-মাশায়েখ সমাবেশ। বৃষ্টি উপেক্ষা করে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তিন হাজার ওলামা-মাশায়েখ এ সমাবেশে অংশ নেন।

 

শনিবার সকাল ১১টায় উথলী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার ১,০৬৮টি জামে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনরা একত্রিত হন। মসজিদের উন্নয়ন, ইমাম-মুয়াজ্জিনদের সামাজিক মর্যাদা, তাদের দুঃখ-কষ্ট এবং বিএনপির পক্ষ থেকে ভবিষ্যৎ করণীয় নিয়েই ছিল মূল আলোচনা।

 

পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সমাবেশের সূচনা করা হয়।

 

সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম। 

 

তিনি বলেন, ইমাম-মুয়াজ্জিনদের কণ্ঠেই এ দেশের ভোর হয়, সন্ধ্যা নামে। তাদের সম্মান রক্ষা করা শুধু দায়িত্ব নয়, বিএনপির অঙ্গীকার। বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-খতিব ও মুয়াজ্জিনদের সর্বোচ্চ মর্যাদা ও সহযোগিতা নিশ্চিত করা হবে।

 

প্রধান অতিথির বক্তব্যে ঐতিহাসিক মহাস্থান মাজার মসজিদের খতিব হযরত মাওলানা ইমদাদুল হক বলেন, ধর্ম ও সমাজ রক্ষায় বিএনপির এই উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়।

 

বিশেষ অতিথি ছিলেন মহাস্থান মাহী সওয়ার মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. মতিউর রহমান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব। সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ মাস্টার, ছাত্র বিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবু তাহের এবং উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান।

 

এ সময় জানানো হয়, উপজেলায় ১৩৫টি মসজিদ ও ঈদগাহ উন্নয়নের জন্য ইতোমধ্যেই প্রায় সাড়ে ৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ধাপে ধাপে উপজেলার সব মসজিদের উন্নয়ন কার্যক্রম চালু হবে।