বগুড়ার সোনাতলা থানার ওসি প্রত্যাহার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩০ অগাস্ট ২০২৫ ১৭:০৭ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৭৬ বার।

বিভিন্ন অভিযোগে বগুড়ার সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন্নবীকে প্রত্যাহার করা হয়েছে।  

 

পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান গত ২৮ আগস্ট ওসি মিলাদুন্নবীকে পুলিশ অফিস বগুড়ায় সংযুক্ত করার আদেশ দেন।

 

সোনাতলা থানার ওসি মিলাদুন্নবী বিষয়টি  নিশ্চিত করেছেন।

 

প্রত্যাহার আদেশে উল্লেখ করা হয়, মিলাদুন্নবী সোনাতলা থানায় কর্মরত থাকা কালে ধর্তব্য অপরাধের পরিপ্রেক্ষিতে থানায় মামলা রজু করেননি।

 

অপরাধীদের ব্যবহৃত পুলিশ কালারের পিকআপ রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ থাকলেও অপরাধী শনাক্ত করতে গাড়ির মালিকানা যাচাইয়ের জন্য বিআরটিএর সঙ্গে যোগাযোগ করেননি। এছাড়া তিনি প্রকৃত রহস্য উদঘাটনে ব্যর্থ হন।

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেওয়ায় অনিয়ম সংক্রান্ত অভিযোগ অনুসন্ধানেও প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক কারণে মিলাদুন্নবীকে ওআর সদর, পুলিশ অফিস বগুড়ায় সংযুক্ত করার আদেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে ওসি মিলাদুন্নবী বলেন, বগুড়ার পুলিশ সুপার (এসপি) আরেকটি আদেশ করার পর দায়িত্ব হস্তান্তর করব।