কিচকে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৪ অগাস্ট ২০২৫ ১৯:৫৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২৪ বার।

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়ন বিএনপির উদ্যোগে ১ নম্বর ওয়ার্ডে নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যদের নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে শোলাগাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিচক ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমান।


প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাভোকেট আব্দুল ওহাব।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রহমান, দপ্তর সম্পাদক রায়হানুল হক রনি, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মাহদী হাসান তমাল, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাব্বিন হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন ফরহাদ এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আবুল বাসার লিয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন কিচক ইউনিয়ন বিএনপির নেতা অধ্যক্ষ আব্দুল আলিম, দোজা ফকির, ইউনিয়ন যুবদলের সভাপতি রমজান আলী রিপন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি মেহেদুল, সাংগঠনিক সম্পাদক-২ আরিফ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাফিজ, সিনিয়র সহ-সভাপতি শাহাজাদক সরকারসহ স্থানীয় নেতাকর্মীরা।
বক্তারা সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করতে ঘরে ঘরে বিএনপির বার্তা পৌঁছে দেওয়ার এবং আসন্ন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।