নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইলে আগে স্বপ্ন দেখতে হবে -শিবগঞ্জে ববিপ্রবি উপাচার্য
স্টাফ রিপোর্টার
বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ববিপ্রবি) উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মো. কুদরত-ই-জাহান বলেছেন,নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইলে আগে আমাদের স্বপ্ন দেখতে হবে। আমরা যে স্বপ্ন দেখবো সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের অকান্ত পরিশ্রম করতে হবে।
শনিবার (২৩ আগস্ট) বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ২০২৫ সালের এসএসসি দাখিল সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি আরও বলেন, নিজেকে উন্নয়নের প্রথম ধাপ হচ্ছে আমার পাশের যে সহপাঠি সে হবে আমার আয়না। আমি তার চোখে আমার সাফল্য দেখবো। তার সাফল্যে আমি আনন্দিত হবো, অনুপ্রাণিত হবো, তার সঙ্গে কোনো হিংসা করবো না। তার সঙ্গে আমার সর্ম্পক হবে আত্মার। দ্বিতীয়ত: সততা ন্যায় এবং সত্যের পথে থাকবো।
ববিপ্রবি উপাচার্য বলেন, খুব শিগগিরই বগুড়া বিশ্ববিদ্যালয় চালু হবে। আমি দুটি বিষয় চালুর জন্য আবেদন করেছি। একটি হচ্ছে ফ্যাকাল্টি অব স্মাট ইঞ্জিনিয়ারিং। বাংলাদেশের কোথায় এখন পর্যন্ত দিতে পারেনি। বগুড়া থেকেই এটি প্রথম চালু হতে পারে ইনশাল্লাহ। আরেকটি ফ্যাকাল্টি থাকবে টেকনিক্যাল অ্যান্ড ইলেট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। বগুড়া থেকেই পাবলিক বিশ্ববিদ্যালয়ে এসব সাবজেক্ট পড়ানো শুরু হবে।
শিবগঞ্জ এসো দেশের কথা বলি ফাউন্ডেশন, শিবগঞ্জ শিক্ষার্থী কল্যাণ সংস্থা ও প্রগতি কল্যাণ সংস্থার আয়োজনে সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য বিআরটিসি ও বিসিকের পরিচালক মীর শাহে আলম। বিশেষ অতিথি ছিলেন বগুড়ার পল্লী ইউনিয়ন একাডেমি পরিচালক ড. আব্দুল মজিদ প্রামানিক, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান।
আমন্ত্রিত অতিথি ছিলেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহীনুজ্জামান শাহীন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জহিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোর্শেদ, শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, হারুনুর রশিদ, আবু বক্কর সিদ্দিক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, বিএনপি নেতা এস.এম তাজুল ইসলাম, এসো দেশের কথা বলি সংগঠনের সাধারন সম্পাদক খালিদ হাসান আরমান, মীর শাকরুল আলম সীমান্ত, প্রভাষক আশরাফুল ইসলাম, সাংবাদিক রশিদুর রহমান রানা। অনুষ্ঠানে উপজেলার ৪ শতাধিক মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
এর আগে শিবগঞ্জ উপজেলার কৃতি শিক্ষার্থী জুলাই যোদ্ধা রেজোয়ান আহমেদ উচ্চ শিক্ষার জন্য স্কলারশিপ পেয়ে চীনে যাচ্ছেন। মেধাবী এ শিক্ষার্থীর বিমান খরচের দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংবর্ধনা অনুষ্ঠানে শিবগঞ্জের এই কৃতি শিক্ষার্থী রেজোয়ান আহমেদের হাতে বিমান ভাড়ার নগদ অর্থ তুলে দেন বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কুদরত-ই-জাহান ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম।