নওগাঁয় ক্রীড়া সামগ্রী বিতরণ

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৪ অগাস্ট ২০২৫ ১৮:১২ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে বার।

তারুন্য উৎসব উপলক্ষে নওগাঁয় জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন ক্রীড়া ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

রবিবার (২৪ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব ৩৫টি ক্রীড়া ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

 

প্রধান অতিথি হিসেবে বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। ক্রীড়া সামগ্রীর মধ্যে ছিল- ফুটবল, ভলিবল, দাবা, ব্যাডমিন্টনসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী।

 

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী ফজলে রাব্বী, জেলা ক্রীড়া সংস্থার মেহেদী হাসানসহ প্রশাসনের অন্যান্যরা কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।