গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি নিশাদ বহিষ্কার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৪ অগাস্ট ২০২৫ ১৮:১৯ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে ১৭৭ বার।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি নাহিদুজ্জামান নিশাদকে বহিষ্কার করা হয়েছে। রোববার (২৪ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিশাদকে দলের প্রাথমিক সদস্য পদসহ বিএনপির সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।