উপহার দেওয়া স্টীলের বাটি ফেরতের দাবিকে কেন্দ্র করে নওগাঁ সাপাহারে বৃদ্ধা খুন
নওগাঁ প্রতিনিধি
বিয়ে উপলক্ষে উপহার হিসেবে দেওয়া স্টীলের বাটি ফেরত নেওয়ার দাবিকে কেন্দ্র করে নওগাঁর সাপাহারে কেতামুন বিবি (৭১) নামের এক নারী খুনের শিকার হয়েছে। রবিবার বিকেলে সাপাহার উপজেলা বৈকন্ঠপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত কেতামুন বিবি ওই গ্রামের মৃত দসির উদ্দীনের স্ত্রী। এই ঘটনায় আজ সোমবার নিহতের মেয়ে বাদী হয়ে শাহিদা খাতুন থানা একটি হত্যা মামলার দায়ের করেছেন। পুলিশ বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন। ঘটনার পর থেকে প্রতিপক্ষের লোকজন বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে।
অভিযোগে জানা গেছে ওই গ্রামের মৃত দসির উদ্দীনের স্ত্রী কেতামুন ও একই এলাকার আনারুল ইসলামের স্ত্রী আম্বেরা খাতুন আপন দুই বোন এবং কেতামুনের ছেলে ও আম্বেরা খাতুনের মেয়ের বিবাহ হওয়ায় দু’বোনের সম্পর্ক বিহানে পরিণত হয়। ঘটনাক্রমে কয়েক দিন পূর্বে আম্বেরা খাতুনের মেয়ে কেতামুনের ছেলেকে বিবাহবিচ্ছেদ এর নোটিশ পাঠায়। এঘটনায় গত ২৪ আগষ্ট রবিবার বিকেলে ওই গ্রামে তাদের মধ্যে চুড়ান্ত বিবাহ বিচ্ছেদের বৈঠক বসে। বৈঠকে বিবাহ বিচ্ছেদের পর বিবাহ পরবর্তী উভয় পরিবারের মধ্যে উপঢৌকন হিসাবে লেনদেনকৃত আসবাবপত্র ফেরতের সময় সামান্য একটি স্টীলের বাটি ফেরত দেওয়াকে কেন্দ্র করে দু’বোনের মধ্যে তর্ক বিতর্ক একপর্যায়ে হাতাহাতিতে গড়ায়। এসময় বোন আম্বেরা, তার মেয়ে আসমা ও ছেলে মেহেদী হাসান মিলে কেতামুন বিবিকে বেধড়ক মারধর করতে থাকলে ঘটনাস্থলে কেতামুন জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন তড়িঘড়ি করে তাকে রাতে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত বলে ঘোষনা করেন।
এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ বলেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য নিহতের মৃতদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।