বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
স্টাফ রিপোর্টার
বগুড়ার গাবতলীতে মোটরসাইকেল দুর্ঘটনায় সিয়াম আল গালিব (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার উনচুরকি গাবতলী-সারিয়াকান্দি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত গালিব সারিয়াকান্দি উপজেলার দেবডাঙ্গা গ্রামের মোসলেম মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিয়াম আল গালিব বগুড়া টিএমএসএস কলেজ হাসপাতালে চাকরি করতেন। প্রতিদিনের মতো তিনি সকালে মোটরসাইকেলে করে কর্মস্থলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। উনচুরকি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মাঝখানে পড়ে যান তিনি। এ সময় ট্রাকের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাবতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।