শিবগঞ্জে অসহায়দের মাঝে খাবার বিতরণ
শিবগঞ্জ( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ২১:১১ ।
বগুড়ার খবর
মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান বীর উত্তম এর পরিবারের মঙ্গল কামনায় বগুড়ার শিবগঞ্জে অসহায়দের মাঝে দুপুরে খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বাদ যোহর উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়নের দেওয়ানতলা মসজিদ চত্বরে অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরণ ও দোয়া করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, শিবগঞ্জ সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত হাকিম মন্ডল ও স্থানীয় বিএনপি’র নেতাকর্মী।
উল্লেখ্য, বিগত কয়েক বৎসর ধরে সপ্তাহের প্রতি শনিবার দুপুরে অসহায়দের মাঝে এ খাবার বিতরণ করা হয়।
আরও পড়ুন