গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই : অ্যাড. ওহাব
শিবগঞ্জ( বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরব ইউনিয়নের জানগ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামে গণ-সংযোগ করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে গণসংযোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের পক্ষ থেকে তিনি জনসাধারণের কাছে সালাম ও শুভেচ্ছা পৌঁছে দেন।
গণসংযোগকালে অ্যাডভোকেট আব্দুল ওহাব আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট দেওয়ার জন্য জনসাধারণকে আহ্বান জানান। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের কোনো বিকল্প নেই।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক রায়হানুল হক রনি, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর মুন, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মাহদী হাসান তমাল, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান সুজন, পীরব ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম মিলন, বিএনপি নেতা জহুরুল ইসলাম, ওমর ফারুক মিশু, মতিয়ার রহমান, আব্দুল গোফ্ফারসহ স্থানীয় নেতৃবৃন্দ।