বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ২১:২৩ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৩৪ বার।

সারিয়াকান্দি থানা পুলিশের বিশেষ অভিযানে আত্মগোপনে থাকা স্বেচ্ছাসেবক লীগের এক পদধারী নেতা গ্রেফতার হয়েছেন। শনিবার রাতে ফুলবাড়ী এলাকা থেকে তাকে আদালতে পাঠানো হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন সারিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুব ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. রাজু আহমেদ (৪০)। তিনি উপজেলার ফুলবাড়ী গ্রামের মৃত রেজাউল করিম দুলালের ছেলে। 

বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান শনিবার রাত ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশের এই কর্মকর্তা জানান,  গ্রেপ্তারকৃতর বিরুদ্ধে সারিয়াকান্দি থানায় মামলা নং-০১, তারিখ ০১-০৯-২০২৪ খ্রিস্টাব্দ, দণ্ডবিধির ১৪৩/৩২৩/৪২৭/৩৪ ধারায় মামলা রয়েছে। এছাড়া ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য উপাদান গুলির ৩/৬ আইনেরও অভিযোগ রয়েছে। ওই মামলার ৮ নম্বর এজাহারনামীয় আসামি তিনি।