তারেক রহমান এবার নতুন রূপে দেশে আসবেন- রুমন
স্টাফ রিপোর্টার
তারেক রহমান অচিরেই দেশে আসবেন জানিয়ে আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমন বলেছেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবার নতুন রূপে দেশে আসবেন। তিনি নতুন একজন মানুষ হিসেবে জনগণের পাশে দাঁড়াবেন এবং সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়বেন। বৃহস্পতিবার দুপুরে বগুড়ার চকঝপু জিগাতলা গ্রামে অগ্নিকাÐে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। আতিকুর রহমান রুমন দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দোয়া চান।
গত ২ সেপ্টেম্বর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকান্ডে ওই গ্রামের তিনটি পরিবার পুরোপুরি নিঃস্ব হয়ে পড়েন। আগুন লাগার পর তারা শুধু পরনের কাপড় নিয়ে কোন রকমে প্রাণ বাঁচলেও দাউ দাউ আগুনে তাদের সহায়-সম্পদ সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। এরপর থেকে তিনটি পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছিলেন। গণমাধ্যমে তাদের দুর্দশার খবরটি প্রচার হওয়ার পর তা লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে পড়ে। এরপর তিনি তাদেরকে সহায়তার আশ^াস দেন। তারেক রহমান প্রদত্ত সহায়তার অর্থ পেয়ে খুশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো
সহায়তার অর্থ তুলে দিতে গিয়ে আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমন সদ্য অনুষ্ঠিত ডাকসু এবং জাকসু নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ওই দু’টি নির্বাচনে অনেক কারসাজি এবং পক্ষপাতিত্ব হয়েছে। যে কারণে তাতে জেনজি হিসেবে পরিচিত এই প্রজন্মের ছেলে-মেয়েদের ইচ্ছের কোন প্রতিফলন ঘটেনি। কারণ তারা যাদের চেয়েছিলেন তারা বিজয়ী হননি। আসছে জাতীয় সংসদ নির্বাচনে ডাকসু এবং জাকসু নির্বাচনের ফলাফল কোন প্রভাব ফেলবে না উল্লেখ করে আতিকুর রহমান রুমন আরও বলেন, ওই নির্বাচনগুলো ছিল অঞ্চল ভিত্তিক এবং ছোট পরিসরে। ফলে এর কোন প্রভাব জাতীয় নির্বাচনে পাড়বে না। বরং আমরা মতভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাব
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএনপি মিডিয়া সেলের রাজশাহী রংপুর বিভাগের সমন্বয়কারী কালাম আজাদ, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, আবু হানিফ, হাসনাইন নাহিয়ান সজীব ও হাসানুর রহমান উপস্থিত ছিলেন।