বগুড়ার শেরপুরে পৌরসভার কিচেন মার্কেটের উদ্বোধন
শেরপুর( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৪ ।
বগুড়ার খবর
বগুড়ার শেরপুর পৌর শহরের বহুল প্রতীক্ষিত পৌর কিচেন মার্কেটর এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার বিকাল বাজারে এই কিচেন মার্কেট এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার ও শেরপুর পৌর প্রশাসক মো. আশিক খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কেএম মাহবুবার রহমান হারেজ, উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, শেরপুর থানার অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দীন প্রমুখ।
আরও পড়ুন