বগুড়ায় চামড়ার লবণে রঙ মিশিয়ে তৈরি হতো বিট লবণ! অতঃপর..

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২৯ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৭ বার।

গরু ছাগলের চামড়ায় ব্যবহারের লবনে রং মিশিয়ে বিট লবণ তৈরি হতো একটি কারখানায়। সেখান থেকে বাজারে বিক্রি হতো দেদারসে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে পাওয়া গেল সেই কারখানার সন্ধান। বগুড়া শহরের দক্ষিণ ফুলবাড়ী শিববাটি ব্রীজ সংলগ্ন স্থানে এ কারখানা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় সেখানে অভিযান চালিয়ে ৬০ বস্তা লবন জব্দ করে তা ধ্বংস করা হয়। এসময় এক লাখ টাকা জরিমানা করে অধিদপ্তরের বগুড়ার সহকারী পরিচালক মেহেদী হাসান।

তিনি জানান, বগুড়ার বিভিন্ন বাজারে খাবার অযোগ্য বিট লবণ বিক্রি হতো সেই লবণ কোথা থেকে আসে তা অনুসন্ধান করতেই তারা খবর পান এই কারখানার। কবি হোসেন নামে এক ব্যক্তি এখানে দীর্ঘ দিন ধরে অবৈধভাবে এ কারখানা পরিচালনা করছিলেন। অভিযানে ৬০ বস্তা ইন্ডাস্ট্রিয়াল লবণ জব্দ করে তা ধ্বংস করা হয়। এছাড়া খাবার অযোগ্য লবনে রং মিশিয়ে বিট লবণ তৈরি ও তা বাজারজাত করায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, প্রতি কেজি ১০ টাকা দরে এসব লবন কিনে মেশিনে গুড়া করে ২৫ টাকা কেজি দরে বিট লবণ হিসেবে বিক্রি করতো।

অভিযানে ক্যাব বগুড়ার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেসা ফৌজিয়া সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।