বগুড়ায় কাঠাল গাছ থেকে পড়ে কৃষকের মৃত্যু

ধুনট( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ২৩:১৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ার ধুনট উপজেলায় ছাগলের খাবারের জন্য কাঠাল গাছের পাতা সংগ্রহকালে ডাল ভেঙে গাছ থেকে পড়ে আলতাব আলী (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আলতাব আলী উপজেলার মরিচতলা গ্রামের বাসিন্দা।

 

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিলচতল গ্রামের বাসিন্দা ছিলেন আলতাব আলী। দফায় দফায় যমুনা নদীর ভাঙনে সবকিছু হারিয়ে তিনি মরিচতলা গ্রামে নতুন করে মাথা গোঁজার ঠাই করে নিয়েছেন। কৃষি কাজের পাশাপাশি তিনি বাড়িতে গবাদিপশু পালন করে জীবিকা নির্বাহ করেন।

 

 

অন্যান্য দিনের মতো এদিনও দুপুরে বাড়ির আঙিনায় কাঠাল গাছে উঠে ছাগলের খাবারের জন্য গাছের পাতা সংগ্রহ করছিলেন। এ সময় অসাবধানতাবশত গাছের ডাল ভেঙে মাটিতে পড়ে অসুস্থ হন আলতাব আলী। তাকে দ্রুত উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে তার অবস্থার অবণতি হলে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলতাব আলীর মৃত্যু হয়।

 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, আইনি প্রক্রিয়া শেষে আলতাব আলীর মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।