নওগাঁয় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫ ১৭:২৯ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে বার।

আত্মীয়র বাড়ি বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলো সাদিয়া জান্নাত(১০) নামে এক শিশু। নওগাঁর পোরশা উপজেলার দিঘীপাড়া গ্রামে রবিবার দুপুরে পুকুরে গোসল করতে নেমে তলিয়ে যায় ওই শিশু। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে মিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত সাদিয়া একই উপজেলার পাশের বাঁশবাড়ি গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে।

জানা গেছে, সাদিয়া পোরশা দিঘিপাড়া গ্রামে তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসে। আজ রবিবার দুপুরে সাদিয়াসহ আরেও কয়েকজন শিশু সেখানকার একটি পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে পুকুরের গভীর পানিতে তলিয়ে যায় সে। স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত  চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এই ঘটনায় গ্রামে শোকের ছায়া নিয়ে আসে। 

এ ব্যাপারে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু রহমান জানান, ঘটনার বিষয় জানতে পেরেছি। এ বিষয়ে ওই পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেয় নাই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।