নওগাঁর পোরশায় আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে ঘন্টাব্যাপী ডাকাতি: ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট; আহত ২০

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫ ২০:১৭ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে বার।

নওগাঁর পোরশায় সারাইগাছী-আড্ডা আঞ্চলিক মহাসড়কের মোশানতলা মোড় নামক স্থানে সড়কের গাছ ফেলে পথরোধ করে প্রায় ঘন্টা ব্যাপী ডাকাতির ঘটনা ঘটেছে। গত রবিবার রাত ৮ টা থেকে ৯টা পর্যন্ত এই ডাকাতির ঘটনাটি ঘটেছে। এসময় ডাকাতরা বিভিন্ন যানবাহনের যাত্রীদের উপর হামলা চালিয়ে, নগদ টাকা সোনালংকার ও মোবাইল সেটসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময় বিয়ের একটি যাত্রীবাহী বাস ডাকাতদের কবল থেকে ছাড়া পেয়ে,দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার সময় দুর্ঘটনায় পতিত হয়। এতে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে। এদিকে ওই সড়কে প্রায় এ ধরনের ডাকাতির ঘটনা ঘটায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। 

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে  ১৫-২০জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল উপজেলার সরাইগাছি-আড্ডা সড়কের মোশানতলা নামক স্থানে গাছ কেটে পথ রোধ করে। এ সময় সড়কের উভয় দিক থেকে আসা বাস, ট্রাক, মাইক্রোবাস ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে গণডাকাতি চালায় তারা। 

পাশের সাপাহার উপজেলার কুলমুডাঙ্গা গ্রামের বাসিন্দা ব্যবসায়ী রফিকুল ইসলাম, তার এক সহযোগীকে নিয়ে মোটরসাইকেল যোগে ওই পথে বাড়ি ফিরছিলেন। তিনি বলেন ঘটনাস্থলে ডাকাতরা দেশীয় অস্ত্রে জিম্মি করে আমার নিকট থেকে নগদ ৭৩ হাজার টাকা ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট ছিনিয়ে নেয়। একই সময়ে তারা ১৫/২০ টি যানবাহনে ডাকাতি করে। 

 এসময় আড্ডার দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস (যাহার নং- ঢাকা মেট্রো ব-১১-৮৬৭৬) থামিয়ে ডাকাতের দল যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তাদের নিকট থাকা নগদ অর্থ, শরীরে থাকা স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। নগদ টাকা স্বর্ণালংকার,মোবাইল ফোনসহ প্রায় ৩ লক্ষধিক টাকার মালামাল লুট করে নিয়ে যাই ডাকাতরা। এদিকে বাস ড্রাইভার ডাকাতির কবল থেকে বাঁচার জন্য দ্রুত চালিয়ে আসার সময় একই সড়কের জালুয়ার মোড়ে এসে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে নারী-পুরুষসহ প্রায় ২০-২৫জন যাত্রী আহত হয়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও এলাকাবাসী ঘটনা স্থলে এসে আহতদের উদ্ধার করে রাতেই পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পোরশা ফায়ার সার্ভিস এর কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন জানান সংবাদ পাওয়ার পরেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অন্তত ২৫ জন আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। 

এই ব্যাপারে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ মোঃ আরিফ জানান,প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই বেশ কিছু রোগীকে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে ৮ জন রোগী ভর্তি আছে। 

অপরদিকে ওই এলাকার মিজানুর রহমান, শমসের  আলী, খাদিমুল ইসলামসহ বেশ কিছু গ্রামবাসী অভিযোগ করে বলেন, উপজেলার মোশানতলা নামক ওই স্থানে অনেক দিন থেকে ডাকাতির ঘটনা ঘটে আসছে। এতে স্থানীয় পুলিশ প্রশাসনের কোন ভূমিকা নেই। ডাকাতীর সময় ডিউটিরত পুলিশ সদস্যরা ঘটনা স্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে সারাইগাছী মোড়ে বসে থাকেন। ডাকাতি শেষে হলে পুলিশ সদস্যরা এসে হাজির হয়। এরকম ঘটনা প্রায় দেখা যায় বলেও তারা  জানান। 

এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান ঢালাও অভিযোগ অস্বীকার করে বলেন 

 গতকাল সন্ধ্যায় রাজশাহী গোদাগাড়ী থেকে ধর্মীয় অনুষ্ঠান শেষে বাসে করে ক্ষুদ্রনৃগোষ্ঠীর কিছু নারী- পুরুষ পোরশায় ফিরছিলেন। পথে উপজেলার মোশানতলা মোড়ে রাত আনুমানিক ৮ টার দিকে তাদের বাস আটকিয়ে দেয় ডাকাতদল। এরপর তাদের ভয় ভীতি দেখিয়ে একজনের কাছ থেকে নগদ ৭ হাজার টাকা এবং মোবাইল ফোন এবং আরেকজনের কাছ থেকে নগদ চার হাজার টাকা নিয়েছে ডাকাতদল। ডাকাতির পর তাদের ছেড়ে দেওয়া হলে সেখান থেকে প্রায় ৩ কিলোমিটার দুরে এসে তাদের বাসটি সড়ক দুর্ঘটনায় পড়ে। এবং সেই সংবাদ পাওয়ার পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। 

ওসি আরও জানান, এঘটনায় আহত এবং ভুক্তভোগীদের সাথে একাধিকবার কথা বললেও তারা মামলা দায়ের করতে রাজি হননি। পরবর্তীতে পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। এবং এসব এলাকায় আগের তুলনায় পুলিশ টহল জোরদার করা হয়েছে।