রাণীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ)
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫ ২০:০৪ ।
প্রতিবেশী জেলা
নওগাঁর রাণীনগর উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার উপজেলা প্রশাসন র্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করেন।
সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে পরিষদ চত্বরে মহড়া অনুষ্ঠিত হয়েছে। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা দেলোয়ার হোসেন, রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবলু পাল, উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রমুখ।
আরও পড়ুন