কাহালুতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
কাহালু( বগুড়া) প্রতিনিধি
সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ" এই প্রতিপাদ্যে বগুড়ার কাহালুতে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।
সোমবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে দুর্যোগ প্রশমন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওছার হাবীব। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাশরুবা আলম। বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোসাঃ জান্নাতুল ফেরদৌস,উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইন্সপেক্টর মোঃ সবুজ হোসেন সহ প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্রক কে,এম,তারান্ন বেগম,উপজেলা সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রভাত কুমার হালদার,উপজেলা সমবায় অফিসার মোঃ মাহবুবর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ গোলাম মোর্শেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইফতেখার রাসুল সিদ্দিক,উপজেলা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন অফিসার মোঃ রায়হানুর রহমান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার উম্মে মালিহা মমতাজ খোরশেদা আখতার বানু,অফিস সহকারী শংকর চন্দ্র সরকার।
অনুষ্ঠান শেষে উপজেলা ফায়ার সার্ভিস ও ডিফেন্সের সদস্যরা উপজেলা প্রশাসন চত্বরে ফায়ার সার্ভিস ও ডিফেন্স ইন্সপেক্টর মোঃ সবুজ হোসেন নেতৃত্বে অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।