বগুড়ায় শ্রমিকলীগের দপ্তর সম্পাদক গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫ ২০:৩৫ ।
বগুড়ার খবর
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বগুড়ার শাজাহানপুর উপজেলা শ্রমিকলীগের দপ্তর সম্পাদক পলাশ চন্দ্র শীলকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে খরনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার পলাশ চন্দ্র শীল (৩২) শাজাহানপুর উপজেলার খরনা কর্মকারপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম সুনীল চন্দ্র শীল।
থানা সূত্রে জানা গেছে, শাজাহানপুর থানার মামলা নম্বর ৩০, তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৫; ধারা ৯(৩)/১০/১১/১৩ সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ এর অধীনে তদন্তে পাওয়া আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন