নির্বাচনে ধানের শীষের গণজোয়ার তৈরি করে দুর্গ আরও মজবুত করতে হবে-অ্যাড. ওহাব
শিবগঞ্জ( বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে ধানের শীষের বিজয় নিশ্চিতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন বিএনপির সভাপতি মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব।
প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, বগুড়া-২ (শিবগঞ্জ) আসন বিএনপির দুর্গ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি করে সেই দুর্গ আরা মজবুত করতে হবে। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে এ অঞ্চলের মাটি ও মানুষের নেতা মীর শাহে আলমের হাতকে শক্তিশালী করতে হবে।
উঠান বৈঠকে বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ মাস্টার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম মুকুল, আব্দুল হান্নান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এম আবু তাহের, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিল্টন, উপজেলা মহিলা দলের সভানেত্রী মিনেরা বেগম এবং মহিলা দল নেত্রী বিউটি বেগম প্রমুখ।
বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের সালাম ও শুভেচ্ছা উপস্থিত নেতাকর্মীদের কাছে পৌঁছে দেন।
তাঁরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান।