নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত, ধানের শীষের দুর্গ মজবুত- আব্দুল আজিজ হিরা
প্রেস বিজ্ঞপ্তি
ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। বগুড়ার দুর্গ মজবুত আছে, আগামী সংসদ নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত বলে মন্তব্য করেছেন বগুড়া জেলা মুক্তিযুদ্ধের প্রজন্মদল সভাপতি আব্দুল আজিজ হিরা। তিনি বলেন, ছাত্র জনতার প্রতিরোধে ফ্যাসিস্ট হাসিনার অপশক্তি পালিয়েছে। ধানের শীষ জিতে গেলে বাংলাদেশ নিয়ে চক্রান্তকারীরাও চলে যেতে বাধ্য হবে।
গতকাল বগুড়া শহরের জহুরুল নগর এলাকায় বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। এরআগে ওয়ার্ড পর্যায়ে ধানের শীষ প্রতীকের গণপ্রচারণা কর্মসূচির উদ্বোধন করা হয়। সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা প্রজন্মদল আহ্বায়ক রাসেল শেখ। সদস্য সচিব রেজাউল সরকার রেজার সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল কাফি নিপন।
উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দল সহ-সভাপতি সেলিমুজ্জামান সেলিম, জেলা প্রজন্মদল সহ-সভাপতি আবুল কাশেম, আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, নিরেশ চন্দ্র ভৌমিক, সামিউল হক সুমন, সদর প্রজন্মদল আহ্বায়ক মাসুদুর রহমান মাসুম, আব্দুল আহাদ খোকন, চৌধুরী রাকু, আতিকুর রহমান নয়ন, শহর শাখার আহ্বায়ক জনি শেখ, সদস্য সচিব আব্দুল হাকিম, যুগ্ম আহ্বায়ক কাজল মাহমুদ, রাসেল রহমান, জামান উদ্দিন, মোফাচ্ছেরুল হক নিরব, রেজাউল করিম, আসলাম বিশ্বাস, শহিদুল ইসলাম, নূর আলম, মুরশিদ ইসলাম, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি আবুল কালাম আজাদ প্রমূখ।
বগুড়া।
১৫ অক্টোবর