বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বৃদ্ধার
শেরপুর( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫ ১৪:০৭ ।
বগুড়ার খবর
বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাবেয়া বেগম (৫৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের আন্দিকুমড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাবেয়া বেগম ঐ গ্রামের দুদুর স্ত্রী।
প্রতিবেশীরা জানান, প্রতিদিনের মত রাবেয়া বেগম তার মুরগিগুলো ঘরে তোলার জন্য বের হন। একটি মুরগি খুঁজে না পেয়ে মুরগির খোপের আড়ালে খুঁজতে যান। এসময় মুরগির খোপের সঙ্গে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন তিনি। পরে, পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ প্রসঙ্গে শাহবন্দেগী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, নিহতের ছেলে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছেন। রবিবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় দাফন করা হবে।
আরও পড়ুন