বগুড়ায় সালিশে অপমানিত হয়ে যুবকের আত্মহত্যা!
শিবগঞ্জ( বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সালিশ বৈঠকে মাছ চুরির অপবাদ সহ্য করতে না পেরে আব্দুল মোত্তালেব (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। নিহত মোত্তালেব দেউলী ইউনিয়নের বিহারপুর মাস্টারপাড়ার শাহজাহান আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকাল তিনটার দিকে একই এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুল করিম সরকারের ছেলে মমিন সরকারের আহ্বানে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। ওই বৈঠকে মমিনসহ কয়েকজন মোত্তালেবকে মাছ চুরির অভিযোগে প্রকাশ্যে চোর বলে অপমান ও হুমকি দেয় বলে অভিযোগ উঠেছে।
এতে মানসিকভাবে ভেঙে পড়ে মোত্তালেব বাড়িতে ফিরে গিয়ে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন। পরে সন্ধ্যা ছয়টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে দ্রুত বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিতভাবে হত্যার পথেই তাকে ঠেলে দেওয়া হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান বলেন, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।