বগুড়া সরকারি আজিজুল হক কলেজে অধ্যক্ষ পরিবর্তন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫ ১৩:১১ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ১১২ বার।

 বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শওকত আলম মীরকে বদলি করা হয়েছে। তাঁর স্থলে নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন জয়পুরহাট সরকারি কলেজের বাংলা বিভাগের প্রফেসর মাহফুজুল ইসলাম।

 

সোমবার (২০ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তানিয়া ফেরদৌস।

 

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রফেসর মীর শওকত আলম মীরকে জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজে অধ্যক্ষ হিসেবে বদলি করা হয়েছে। 

 

অন্যদিকে, প্রফেসর মাহফুজুল ইসলামকে জয়পুরহাট সরকারি কলেজ থেকে বদলি করে সরকারি আজিজুল হক কলেজে অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।

 

আগামী ২৭ অক্টোবরের মধ্যে উভয় অধ্যক্ষকে নিজ নিজ বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।