নওগাঁয় সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির ফাউন্ডেশনের উদ্যোগে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন
নওগাঁ প্রতিনিধি
নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা স্টেশন এলাকায় 'আয়শা মসজিদের' ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার বিকেলে সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির ফাউন্ডেশনের চেয়ারম্যান আমেরিকা প্রবাসী আশা কবির মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন।
পরে মসজিদের উন্নয়নসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত পরিচালনা করেন নওগাঁ নামাজগড় গাওসুল আজম কামিল মাদ্রাসার সভাপতি মাওলানা আব্দুস সাত্তার।
মসজিদের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির।
এসময় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্থপতি সুজাউদ্দিন, রানীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম (মাস্টার), নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি রায়হান আলমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
আমেরিকা প্রবাসী আশা কবির তার বাবা আলমগীর কবিরের নামে আলমগীর কবির ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। এই ফাউন্ডেশনের উদ্যোগে আশা কবির নওগাঁর রাণীনগর ও আত্রাই এলাকায় বিভিন্ন সামাজিক উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। আশা কবির তার দাদি আয়শা কবিরের নামে শুক্রবার বিকেলে রাণীনগরের শাহগোলা স্টেশন এলাকায় ১১ বিঘা জমিজুড়ে আয়শা কবির মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে আশা কবিরের বাবা সাবেক প্রতিমন্ত্রী ও নওগাঁ-৬ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী আলমগীর কবির বলেন, 'আজকের এই অনুষ্ঠান একটি সামাজিক অনুষ্ঠান। এটা কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয়। এখানে আমার মেয়ের উদ্যোগে মসজিদ নির্মাণ করা হচ্ছে। এছাড়া আমার ছেলের নামে একটি লাইব্রেরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। একটি মাদ্রাসা নির্মাণের কাজ শিঘ্রই শুরু হবে। এই এলাকার মানুষ আমাদের অনেক ভালোবাসা দিয়েছে। সেই ভালোবাসার প্রতিদান হিসেবে এইসব সামাজিক কাজ করে যেতে চাই। '