বগুড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫ ১৭:৪৯ ।
বগুড়ার খবর
বগুড়ার কাহালুতে বর্ষা খাতুন (২০) নামের এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ১২টার দিকে। সে উপজেলার বীরকেদার জিন্না পাড়া গ্রামের মো. আকাশ ফকিরের স্ত্রী।
জানা গেছে, ঘটনার দিন রাতে স্বামী-স্ত্রীতে কথা কাটাকাটি হয়। এরপর তারা দু’জনই ঘুমিয়ে যায়। ভোর ৬টার দিকে স্বামী দেখে তার পাশে স্ত্রী নেই। পরে তার ছোট মেয়ে আয়াতের দোলনা ঝুলানোর তীরের সাথে বর্ষার ঝুলন্ত মরদেহ দেখতে পায় সে।
এ বিষয়ে কাহালু থানার অফিসার ইনচার্জ নিতাই চন্দ্র সরকার জানান, বর্ষার মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন