মোকামতলায় বিনামূল্যে চিকিৎসা সেবা পেলো ২ হাজার নারী পুরুষ ও শিশু
শিবগঞ্জ( বগুড়া) প্রতিনিধি
জন্মদিন মানেই কেক কাটা নয়, মানবতার সেবায় উৎসর্গই সত্যিকারের আনন্দ। এই বিশ্বাসে বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে মোকামতলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও প্রখ্যাত চিকিৎসক ডাঃ জুবাইদা রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের শুভ জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত হলো ফ্রি মেডিকেল ক্যাম্প।
শনিবার সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত চলা এই ক্যাম্পে চিকিৎসাসেবা পাচ্ছে অন্তত দুই হাজার দরিদ্র মানুষ। এসময় রোগীদের প্রেসক্রিপশন অনুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণও করা হয়।
মানবিক এ কর্মসূচির পৃষ্ঠপোষকতা করেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের ধানের শীষ মার্কার প্রার্থী মীর শাহে আলম, যিনি দীর্ঘদিন ধরে মানুষের সুখ-দুঃখে পাশে থেকে 'রাজনীতি মানে সেবা' এই দর্শনকে বাস্তবে রূপ দিচ্ছেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসনাত আলী। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের প্রার্থী মোশাররফ হোসেন, জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ইউনুস আলী, কোষাধ্যক্ষ শাহাদত হোসেন। মোকামতলা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরে আলম মামুন তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রোকন উদ দৌলা রুবেলের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এস. এম. তাজুল ইসলাম, পৌর বিএনপি সভাপতি বুলবুল ইসলাম ও প্রবীণ নেতা অধ্যাপক নজরুল ইসলাম প্রমুখ।