বগুড়ায় আট মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫ ১৯:১৮ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২৮৬ বার।

বগুড়ায় আটটি মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে শাজাহানপুর থানার রহিমাবাদ বি-ব্লক ওভারব্রিজের নিচ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আরিফিন ইসলাম (৩০)। তিনি শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও রহিমাবাদ (উত্তরপাড়া) এলাকার মো. আ. মান্নান আকন্দের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক। 

 

পুলিশের এই কর্মকর্তা জানান,   আরিফিন ইসলামের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মোট আটটি মামলা রয়েছে। এর মধ্যে মামলা নম্বর ১৭, তারিখ ৮ মার্চ ২০২৫; দণ্ডবিধির ১৪৩/৩২৬/৩০৭/৩২৫/১১৪/৩৪ ধারায় দায়ের করা হয়।