নওগাঁয় প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫ ২০:২৪ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে বার।

নওগাঁয় প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির ব্যানারে মানববন্ধন করেছে গ্রাহকরা । শনিবার বিকেল ৫টায় শহরের মুক্তির মোড় পৌরসভার সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা। 

বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির সদস্য সচিব আলিমুর রেজা রানার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- সামাজিক সংগঠন উদিচির সভাপতি উপল সাহা, গণফোরাম নওগাঁর সংগঠক বিন আলী পিন্টু, নাগরিক কমিটির সদস্য খন্দকার রেজাউল আলম টুকু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নওগাঁর সভাপতি মিজানুর রহমান ও বিশিষ্ট ব্যবসায়ী রানা জোয়ারদার।

বক্তরা এসময় বলেন- বিদ্যুৎ খাত থেকে রেন্টাল, কুইক রেন্টালের নামে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের লুটেরা বাহিনী কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। দীর্ঘ দিন ধরে আমরা এই লুটেরাদের বিচারের দাবি জানিয়ে আসছি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এখনো কোনো পদক্ষেপ নেয়নি। বরং আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ গ্রাহকদের এখনো হয়রানি ও ভোগান্তি ফেলানোর প্রক্রিয়া চলতেছে। এটা দুঃখজনক। জনগণের টাকা লোপাটের এই প্রক্রিয়া বন্ধ করতে হবে। প্রিপেইড মিটারের ডিজিটাল চুরি বন্ধ করতে হবে। এই মিটার গ্রাহকদের হয়রানি ও গলাকাটা ছাড়া অন্য কোন সুবিধা দেয়না। বিদুৎ বিভাগের ডিজিটাল চুরির প্রধান হাতিয়ার এই প্রিপেইড মিটার। অবিলম্বে নওগাঁ সহ সারাদেশে এই মিটার স্থাপন বন্ধ করতে হবে।

বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির সদস্য সচিব আলিমুর রেজা রানা আরো বলেন, ‘প্রিপেইড মিটার স্থাপন বন্ধ করে পুরনো মিটারের ত্রুটি সংশোধন করতে হবে। এর মাধ্যমে জনমনে স্বস্তি ও আস্থা ফিরিয়ে আনতে হবে। আমরা একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি। জনমত উপেক্ষা করে নওগাঁয় নেসকোর হয়রানিমূলক প্রিপ্রেইড মিটার স্থাপন করা হচ্ছে। ইতোমধ্যে যাঁদের বাড়িতে প্রিপেইড মিটার লাগানো হয়েছে, সেগুলো প্রত্যাহার করতে হবে। যদি প্রত্যাহার না করা হয়, যদি বিদ্যুৎ খাতের লুটের বিচার না হয়, তাহলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।’