এরুলিয়ায় দাড়িপাল্লায় ভোট চেয়ে সোহেলের গণসংযোগ
প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫ ১৯:৪৫ ।
বগুড়ার খবর
বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া সদর -৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বুধবার এরুলিয়া ইউনিয়নের সিল্কিবান্ধাহাট এলাকায় দাড়িপাল্লা এলাকায় ভোট চেয়ে গণ সংযোগ করেন। এ সময় তার সাথে ছিলেন শহর সহকারী সেক্রেটার রফিকুল আলম, এরুলিয়া ইউনিয়ন আমীর মাওলানা সুলতান আলী, নায়েবে আমী মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারী শাহাদৎ হোসেন দুলাল, আসাদুল্লাহ আল গালিব, শ্রমিক নেতা মাওলানা ফিরোজ হোসেন, আব্দুল মজিদ আকন্দ, শাকিল আহম্মেদ, মুনছুর আলী প্রমুখ। কুরআনের স্বাদ পেতে একবার হলেও দাড়িপাল্লায় ভোটদিন। কুরআনের সমাজ প্রতিষ্ঠা হলে কোন ধরনের খুন খারাপী হবেনা। সমাজ হবে সুন্দর সুখময় ইনশাআল্লাহ।
আরও পড়ুন