জামায়াত ক্ষমতায় গেলে সুখী সমৃদ্ধশালী একটি কল্যাণ রাস্ট্র উপহার পাবেন: শাহাবুদ্দিন
প্রেস বিজ্ঞপ্তি
জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ও বগুড়া -১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন, জামায়াত ক্ষমতায় গেলে সুখী সমৃদ্ধশালী একটি কল্যাণ রাস্ট্র উপহার পাবেন। দেশকে একটি বৈষম্যহীন, দুর্নীতি, দুঃশাসন ও অপরাধমুক্ত এক নতুন বাংলাদেশে পরিণত করার জন্য দীর্ঘ সময় ধরে সংগ্রাম করে যাচ্ছি। সমাজে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা আমাদের আন্দোলনের প্রধান লক্ষ্য। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল নাগরিক যাতে নিজেদের সাংবিধানিক অধিকার লাভ করতে পারে আমরা সে ধরনের একটি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। আমরা এমন এক সমাজ কায়েম করতে চাই যে সমাজের মানুষের সকল ধরনের মৌলিক অধিকারের নিশ্চিয়তা থাকবে। আমরা এমন এক ইনসাফপূর্ণ নতুন বাংলাদেশ গড়তে চাই যেখানে ধর্ম, বর্ণ, গোত্র, নারী ও পুরুষ নির্বিশেষে সকলেই সকল প্রকার ভয় ও শঙ্কামুক্ত থাকবেন। তিনি বুধবার সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের দহপাড়া এলাকায় দাড়িপাল্লায় ভোট চেয়ে গণসংযোগ করেন। এসময় তিনি রৌহদহ, দহপাড়া মাদরাসায় শিক্ষকদের সাথে মতবিনিময় করেন ও বিকেলে জোড়গাছা এলাকায় পথসভায় বক্তব্য রাখেন।
অধ্যক্ষ শাহাবুদ্দিন আরো বলেন, দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। হাজার হাজার ছাত্রজনতার জীবনের বিনিময়ে অর্জিত জুলাই বিপ্লবকে নস্যাৎ করার দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে জাতিকে সঠিক গন্তব্যে নিয়ে যাবো ইনশাআল্লাহ। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। এটা যারা চায় না তারাই জুলাই বিপ্লবের সাথে বেইমানি করছে। সুতরাং সকলে মিলে চূড়ান্ত বিজয়ের জন্য দাঁড়িপাল্লা প্রতীককে জাতীয় সংসদে নিয়ে যেতে হবে।