বগুড়ায় রাস্তা পার হতে গিয়ে বৃদ্ধের মৃত্যু
স্টাফ রিপোর্টার
মুদি দোকান থেকে বাড়ি ফিরছিলেন মকবুল খা। বয়সের ভারে হাঁটাচলা ধীর হলেও প্রতিদিনের অভ্যাসে বিকেলে দোকান পর্যন্ত যাওয়া আসা করতেন নিয়মিত। কিন্তু মঙ্গলবার বিকেলের সেই পথযাত্রাই শেষ হলো মর্মান্তিক পরিণতিতে।
বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের শুবলি এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি অজ্ঞাত মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত মকবুল খা (৭১) ওই এলাকারই স্থায়ী বাসিন্দা।
দুর্ঘটনার পর স্থানীয়রা জানান, মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে চলছিল এবং ধাক্কা দেওয়ার পর দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতের ছেলে মোজাম্মেল হক থানায় লিখিতভাবে অপমৃত্যুর সংবাদ প্রদান করেছেন।
এ বিষয়ে শেরপুর থানার ওসি (তদন্ত) জয়নুল আবেদিন বলেন, পড়িবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোন সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় “সড়ক দুর্ঘটনায় নিহত বৃদ্ধের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।