বগুড়ায় অত্যাধুনিক বার্মিজ চাকুসহ যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫ ১৮:৫৮ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৬৩ বার।

বগুড়ায় অত্যাধুনিক বার্মিজ চাকুসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে শাজাহানপুর উপজেলার খলিশাকান্দি মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম সজীব হাসান(২০)। তিনি খলিশাকান্দি উত্তরপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক।

 

পুলিশের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সজীব হাসানকে অত্যাধুনিক বার্মিজ চাকুসহ গ্রেপ্তার করা হয়। শনিবার তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।