বগুড়া-১ আসনে কাজী রফিকুলের নামে প্রচারিত ভিডিওটি নকল: বিএনপি মিডিয়া সেল

পুণ্ড্রকথা ডেস্ক
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

‘বগুড়া-১ আসনে ধানের শীষের প্রার্থী কাজী রফিকুল ইসলাম-এর নামে প্রচারিত কথিত ভিডিওটি কয়েকটি তথাকথিত ‘গুপ্ত সংগঠনের’ ফেসবুক পেজ থেকে ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। ভিডিওটি সম্পূর্ণ অসত্য, মিথ্যা ও এডিটেড— প্রার্থীকে বিতর্কিত করার উদ্দেশ্যেই যা তৈরি করা হয়েছে।’ শনিবার (৮ নভেম্বর) বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে। 

এর আগে বগুড়া-১ আসনের ধানের শীষের প্রার্থী কাজী রফিকুল ইসলামের একটি ফেইক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এডিটেড ভিডিওটিতে দেখা যায় তিনি বলছেন, ‘ধানের শীষ মানেই নৌকার বিজয়’। 

 

 

ভিডিওটি নকল দাবি করে কাজী রফিকুল ইসলাম বলেন, ‘কে বা কারা অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বক্তব্য বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। আমার বক্তব্য ছিলো- ধানের শীষ মানে জনতার বিজয়। এটাকেই মূলত বিকৃত করা হয়েছিলো। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’ 

 

তিনি আরও বলেন, অনুরোধ করছি- আমার ভেরিফায়েড আইডিতে প্রকাশিত মূল ভিডিও অনুযায়ী তথ্য যাচাই করে সঠিকভাবে প্রচার করা জন্য। একটা পক্ষ এটা পরিকল্পিতভাবে করে যাচ্ছে। এর দ্বারা তারা মূলত বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত।’